পঞ্চগড়ে কৃষকের গরু চুরি,এলাকায় আতঙ্ক
প্রকাশ: ০১ মে ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন | সারাদেশ

মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়) :
পঞ্চগড় জেলার সদর উপজেলার কেচেরাপাড়া গ্রামে একই রাতে দুইটি বাড়ি থেকে কৃষকের ২ টি গরু চুরি হয়েছে।সোমবার দিনগত রাতে এঘটনা ঘটে।ওই এলাকার কৃষক বাবু ও কামাল উদ্দিনের একটি করে গরু চুরি হয়।এতে গরু চুরির আতংক বিরাজ করছে ওই এলাকায়।
বাবুর পরিবার জানায়,সোমবার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় গোয়াল ঘরে গরু ঢুকানো হয়।মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরে গরু নাই চুরি হয়ে গেছে।চুরি হয়ে যাওয়া গরুটির আনুমানিক মূল্য ষাট হাজার টাকা।গরুটির রং সাদা শেওলা শিং রয়েছে।তবে অন্য দিনের তুলনায় একটু দেড়িতেই চেতন পেয়েছে বলেন তারা।
অপরদিকে কামালের পরিবার জানায়,সোমবার সন্ধ্যায় গোয়াল ঘরে গরু ঢুকিয়ে দিয়ে তালা দেই। পাশের রুমে একজন ঘুমিয়েছিল।সকাল বেলা উঠে দেখে গরু নাই চুরি হয়ে গেছে।দরজার তালা ভেঙ্গে গরু বের করে নিয়ে দরজাটি টেনে দেয়।পাশের রুমের দরজাটি বাইরে থেকে আটকিয়ে দেয় চোর চক্রটি।চুরি হয়ে যাওয়া গরুটির আনুমানিক মূল্য ৫৫ হাজার টাকা।গরুটি সাদা, শিং নাই।গত বছরেও একটি গরু চুরি হয়ে যায় বলেন তারা।
পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান খান দুইটি গরু চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।